About Us
প্রাইভেট স্টাডি জোন (PSZ) একটি বিশেষায়িত DUET অ্যাডমিশন কোচিং, যা শুধুমাত্র সিএসই (CSE) ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। তবে ভবিষ্যতে অন্য ডিপার্টমেন্ট সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে। মানসম্মত শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের DUET ভর্তি প্রস্তুতিতে দক্ষ হিসেবে গড়ে তোলাই PSZ-এর মূল লক্ষ্য। মাত্র ৫৫ জন শিক্ষার্থী নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে PSZ-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই PSZ কোচিং ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেই আসছে, যা এর শিক্ষাদান পদ্ধতি ও একাডেমিক মানের প্রতিফলন। PSZ কোচিংয়ের মূল উদ্দেশ্য হলো গতানুগতিক পড়াশোনার সীমাবদ্ধতা থেকে বের হয়ে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা আলাদা কোনো টিউশনের প্রয়োজন ছাড়াই DUET-এ ভর্তির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারে। এখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত সক্ষমতা ও দুর্বলতা বিশ্লেষণ করে আলাদা টেকনিক ও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে গড়ে তোলা হয়। PSZ-এর প্রতিটি শিক্ষক ও কোচিং প্যানেলের সদস্যরা নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং কার্যকর দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এই সম্মিলিত ও সুসংগঠিত প্রচেষ্টার ফলেই PSZ আজ একটি বিশ্বস্ত, সফল ও স্বীকৃত DUET অ্যাডমিশন কোচিং হিসেবে পরিচিত।
Asmaul Haque
আসমাউল হক ২০১৭ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ থেকে বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করার পর থেকেই তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক কোচিং ব্যবস্থাপনা নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে আসেন। এই লক্ষ্যকে বাস্তব রূপ দিতে তিনি ২০১৯ সালে Private Study Zone (PSZ) প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই তিনি প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানায় ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকে তাঁর অক্লান্ত পরিশ্রম, সুপরিকল্পিত উদ্যোগ এবং ধারাবাহিক তদারকির ফলে PSZ Coaching অল্প সময়ের মধ্যেই একটি সফল ও সুনামধন্য কোচিং প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। মাত্র ৫–৬ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি একটি সুসংগঠিত ও আস্থাভাজন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্টুডেন্ট মনিটরিং ও একাডেমিক সাপোর্ট প্রদান, সিলেবাস বিশ্লেষণ, একাডেমিক পরিকল্পনা প্রণয়ন, কোর্স পরিচালনা, শিক্ষার্থীদের মানসিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান, পরীক্ষা ব্যবস্থাপনা এবং কাঙ্ক্ষিত আউটপুট নিশ্চিতকরণে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সেবা প্রদান, নিয়মিত তদারকি এবং শিক্ষার্থী-কেন্দ্রিক ব্যবস্থাপনাই এই সাফল্যের মূল ভিত্তি।
Read more
S.R. Shuva Dev
Panel Members
Md. Al Fahad
মো: আল ফাহাদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করে আসছেন। তিনি ২০২১ সাল থেকে PSZ Coaching–এর সঙ্গে পেশাগতভাবে যুক্ত রয়েছেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি Finance Director হিসেবে ভর্তি কার্যক্রম, আর্থিক লেনদেন, আর্থিক নথিপত্র সংরক্ষণ এবং প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসেন। ২০২৫ সাল থেকে তিনি Director পদে দায়িত্ব পালন করে আসছেন। এ দায়িত্বে তিনি একাডেমিক পরিকল্পনা প্রণয়ন, পরীক্ষা ব্যবস্থাপনা, সিলেবাস বাস্তবায়ন ও পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা কার্যক্রম তত্ত্বাবধান করে যাচ্ছেন। একাডেমিক উৎকর্ষ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই তাঁর পেশাগত লক্ষ্য। তাঁর বিশ্বাস—সফলতা হঠাৎ আসে না; এটি আসে ধারাবাহিক পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং নিজের ওপর অটল বিশ্বাস থেকে। এই বিশ্বাসকে সামনে রেখে তিনি শিক্ষা ও একাডেমিক ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Read more
Mahbub Hossain Joyel
মাহবুব হোসেন জুয়েল বর্তমানে PSZ- ডুয়েট এডমিশন কোচিং-এ Assistant Director হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৪ সালে PSZ কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হন এবং তখন থেকে কোচিংয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। তিনি ডুয়েটের সিএসই ২২ সিরিজের একজন শিক্ষার্থী। তিনি PSZ কোচিংয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, কোচিং ব্যবস্থাপনা এবং সামগ্রিক উন্নয়নে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
Read more
Narayan Chandra Pal
নারায়ন চন্দ্র পাল- ২০২৫ সালে PSZ ডুয়েট এডমিশন কোচিং-এর সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে Finance Director হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, লেনদেন তদারকি এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়াও তিনি পরীক্ষার খাতা যাচাই, শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ, এবং একাডেমিক রিপোর্টিং কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন। দায়িত্বশীলতা ও নির্ভুলতার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি ডুয়েটের সিএসই- ২৪ সিরিজের শিক্ষার্থী এবং PSZ কোচিংয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
Read more
Sagor Ahmmed
সাগর আহমেদ- ২০২৫ সালে PSZ ডুয়েট এডমিশন কোচিং-এ Residential Director হিসেবে যোগদান করেন। তিনি তার দক্ষ ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার মাধ্যমে বর্তমানে ৩০০+ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থাপনা সফলভাবে পরিচালনা করছেন। শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সহায়ক আবাসিক পরিবেশ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Read more🎯 Our Mission
To provide structured, clear and effective engineering education so that every student can learn with confidence and proper guidance.
🚀 Our Vision
To become Bangladesh’s most trusted and student-friendly platform for engineering learning and DUET preparation.