প্লাটফর্ম ব্যবহারের শর্তাবলি
1. একাউন্ট/প্রোফাইল ক্রিডেনশিয়ালস:
1.1 আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল(ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা কোনভাবেই কাম্য নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।
1. 2 এই কোর্সগুলো সিঙ্গেল ইউজার অ্যাকাউন্টের জন্য, অর্থাৎ যিনি কিনেছেন শুধুমাত্র তার ব্যবহারের জন্য। একই বাসায়/এলাকায় অবস্থানরত "ভাই/বোন/আত্মীয়স্বজন কেন ব্যবহার করতে পারবে না" এধরণের প্রশ্ন করা থেকে অনুগ্রহ করে বিরত থাকবেন।
1.3 কোর্সে এনরোলমেন্ট এর সময় অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কারণে আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং আমরা সেটি বুঝতে পারি, তাহলে আপনার অ্যাকাউন্টে যেকোন ধরণের সীমাবদ্ধতা দেবার অধিকার Private Study Zone এর থাকবে।
2. কপিরাইট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন:
PSZ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যে কোনো কোর্স ম্যাটেরিয়াল (ভিডিও, অডিও, ছবি অথবা যেকোন ডকুমেন্ট) ফ্রি অথবা পেইড ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। এরকম কিছু করা হলে এবং আমরা সেটি বুঝতে পারলে, বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অধিকার আমরা রাখি। আমরা আশা করি, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন।
3. পেমেন্ট:
সকল প্রকারের পেমেন্ট সক্রান্ত বিষয়ের জন্য Private Study Zone - এর সিদ্ধান্ত চূড়ান্ত। পেমেন্ট করার পূর্বে অবশ্যই কোর্সের মূল্য এবং মাধ্যম ভালো ভাবে দেখে নেবেন।